একটু নিজের ঢোল বাজই
১৯৮৪ সালের ৩০ ই সেপ্টেম্বর মাসে ( স্কুল সার্টিফিটেক অনুযায়ী), ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ডরমেটররি স্টাফ কয়াটারে আমার জন্ম। বাবার কর্মসূত্রে ( চাকুরী) আমাদের পুরো পরিবার ঢাকায় বসবাস করে থাকে এবং দুই ভোন ও দুই ভাই এবং মা বাবা নিয়ে আমাদের এই পরিবারে আমি বড়। বড় বোন বাংলাদেশ গ্লাস এন্ড সিরামিক্স এ কর্মরত এবং ছোট ভাই ও বোন স্টাডি করছেন। জন্ম সূত্রে এবং স্টাডি লাইফ হতে ঢাকায় আছি বিধায় সব কিছুই আমার ঢাকা কেন্দ্রীক।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু লেখা হয়ে ওঠে না। কোন কিছু শুরু করলে, তা আর শেষ করতে মন চায়না। এই আমি, এভাবেই চলছে আমার জীবন…!! চাকুরী জীবন ঢাকা থেকেই শুরু করি এবং এরপর কর্মসূত্রে সৌদিআরব এ যাই। দুই বছর সেখানে থাকার পর মার অনুরোদে সৌদিআরব ত্যাগ করে আবার ঢাকায় কর্ম জীবন শুরু করি। সেই থেকে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটটে কর্মরত আছি।
Post a Comment
ReplyDelete